ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তৃতীয় কারাবন্দি দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশ করেছে বিএনপি।


সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।


সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশ শেষ হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা সমাবেশে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, তাদের আটকের চেষ্টা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, মির্জা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ কেন্দ্রীয়, মহানগরী ও বিভিন্ন পর্যায়ের নেতারা।


সূত্র : যুগান্তর

ads

Our Facebook Page